চুয়াডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান -জরিমানা আদায়

চুয়াডাঙ্গা সদরের নীলমনিগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে।ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান।

আজ বুধবার ১৪ এপ্রিল, ২০২১ তারিখ বেলা ১২.৩০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা সদরের নীলমনিগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে লকডাউন অমান্য করে গার্মেন্টসের দোকান খুলে রাখা, মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্য বিধি না মানার অপরাধে সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইন, ২০১৮ এর ২৪ (১)ধারায় ১টি মামলায় ১জন কে ২০০০/-(দুই হাজার টাকা মাত্র) অর্থদন্ড প্রদান করেন।

এসময় তিনি বলেন সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ সকলকে মেনে চলতে হবে না হলে অমান্য কারীর বিরুদ্ধে শাস্তি ও জরিমানা আদায় করা হবে। সহযোগিতায় ছিলেন সোবহান আলী, পেশকার, মোবাইল কোর্ট এবং চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের চৌকস দল । জনস্বার্থে এ অভিযান চলতে থাকবে বলে তিনি জানিয়েছেন।