চুয়াডাঙ্গা ০৬ বিজিবির অভিযানে ০৯ কেজি ভারতীয় দানাদার রুপাসহ একটি ইজিবাইক আটক করেছে।
গতকাল বুধবার দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ মুন্সিপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল কার্পাসডাঙ্গা মুচির বটতলা এলাকায় অবস্থান নেয়।
এ সময় মুন্সিপুর ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে, সীমান্ত মেইন পিলার ৯৩/৪-আর হতে ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি ইজিবাইক আটক করে। ইজিবাইক চালক ইজিবাইক ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ইজিবাইক তল্লাশি করে ৯ কেজি ভারতীয় রুপা আটক করে।
এ ঘটনায় হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জব্দকৃত দানাদার রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।