
চুয়াডাঙ্গা ৬ বিজিবি বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে দুই দিনে প্রায় ১১ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে।
জানা যায়, গত ১০ থেকে ১২ আগষ্ট ৬ বিজিবি’র সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে, অভিযান চালায় দর্শনা, বারাদী, মুজিবনগর, নাজিরাকোনা, বাজিতপুর এবং ইছাখালি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায়।
এ সময় বিজিবি ৫৯ বোতল ভারতীয় মদ, ১৫ গ্রাম ভারতীয় হেরোইন, ৫৭০ পিস নেশাজাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট, ২৭ পিস ভারতীয় শাড়ী, ৮৯৮ পিস বিভিন্ন প্রকার সিটি গোল্ডের আইটেম, ১৮৩ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স, খাদ্য সামগ্রী জব্দ করে।
চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় সক্রিয় মাদক ও অন্যান্য চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।