
চুয়াডাঙ্গা ৬ বিজিবি মাদক বিরোধী অভিযান চালিয়ে এক ১ সপ্তাহের ব্যাবধানে ৫৫ লাখ টাকার চোরাচালানপণ্য জব্দ করেছে।
বিজিবি জানায়,চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় গত ২৩ জুলাই থেকে ৩০ জুলাই ২০২৫ পর্যন্ত সপ্তাহব্যাপী চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ও চোরাচালান পন্য জব্দ করে।জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১০.৮৩৪ কেজি ভারতীয় দানাদার রুপা, ১৪৪ বোতল বিদেশি মদ, ১৪ কেজি গাঁজা, ৩৮ বোতল ফেন্সিডিল, ২০ গ্রাম হেরোইন, ৪৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ১০০ পিস চায়না দুয়ারী জাল, ২৯ পিস শাড়ি, ১৩ পিস থ্রিপিস, ২০ কেজি পেঁয়াজের বীজ, ২০০ পিস পাতার বিড়ি, ১২৭ পিস কসমেটিকস সামগ্রী, ০২টি মোবাইলফোন এবং আরও অন্যান্য চোরাচালানপণ্য।
অভিযানের সময় দুইজন চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়।বিজিবি আরও বলেন,মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।