চুরি হওয়া গরু উদ্ধারের চুক্তির টাকা না দেওয়ায় হামলার অভিযোগ

মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে চুরি হওয়া গরু উদ্ধার করে দেওয়া চুক্তির নির্ধারিত টাকা না দেওয়ায় ঘট নামের এক ব‍্যক্তির উপর হামলার অভিযোগ উঠেছে একই গ্রামের ফুলচাদের ছেলে আনোয়ার ও কাদের ঘটকের ছেলে মিনা ঘটকের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা গেছে গত মঙ্গলবার দিবাগত রাতে শালিকা পশ্চিমপাড়ার কাবা মিয়ার বাড়ি থেকে একটি গরু চুরি হয়। বুধবার ভোরে একই এলাকার কালু নামের এক যুবকের সাথে ঘটের কথা। পরে সকালে গরু চুরির ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকাবাসী কালুকে আটক করে। এলাকাবাসীর জেরার মুখে কালু স্বীকার করে গরু চুরির মূলহোতা একই এলাকার ফুলচাদের ছেলে আনোয়ার এর নাম। কালু আগে থেকেই বিভিন্ন হাটে গরু ব্যবসায়ীদের গরু আনা নেওয়া কাজ করে। আরও জানা গেছে ,
কালু আটক হবার পর চুরির ঘটনায় আনোয়ারের ঘটের মুঠোফোনে কথা হয়। এসময় আনোয়ার ঘটকে আনোয়ারের নাম গোপন ও কালুকে ছেড়ে দেওয়া সহ বিশ হাজার টাকা দিলে গরু ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয় আনোয়ার। শর্ত মেনে নেওয়ায় গরুটি চুয়াডাঙ্গা জেলার আটকবর এলাকা থেকে গরুটি উদ্ধার করে গরুর মালিককে ফেরৎ দেওয়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে আনোয়ারের সাথে চুক্তির বিশ হাজার টাকা দিতে ঘটকে চাপ প্রয়োগ করে। ঘট টাকা দিতে পারবে না বলে আনোয়ারকে জানায়। পরে বৃহস্পতিবার (১ এপ্রিল) ঘট মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে মিনা ঘটক ঘটকে মসজিদের পাশে নিয়ে গালি বলে তুই গরু ধরিয়ে দিয়েছিস টাকা দেওয়ার কথা বিশ হাজার সে টাকাও দিসনি বলেই বাঁশ দিয়ে আমার মাথায় আঘাত করার চেষ্টা করে আমি বাঁশ ধরে ফেলি পরে লোকজন জড়ো হলে মিনা স্থান ত‍্যাগ করে এবং পরবর্তীতে দেখে নেবে বলে হুমকি দিয়ে যায়। এঘটনায় আনোয়ার ও মিনার বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের যথাযথ শাস্তির দাবি জানান এলাকাবাসী। উল্লেখ্য গত মঙ্গলবার(৩০ মার্চ) দিবাগত রাতে শালিকা পশ্চিমপাড়ার কাবা মিয়ার বাড়ি থেকে একটি গরু চুরি হয়। চুরির ঘটনায় কালু নামের (গরু বহনকারী) একজনকে আটক করে পুলিশে দেয় গ্রামের স্থানীয়রা।
Attachments area