চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় গার্ড ওয়াল নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গাংধার পাড়া থেকে শামসুল ইসলাম সড়ক পযন্ত রাস্তা ও গার্ড ওয়াল কাজে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে।

এলাকাবাসি সাথে সাথে প্রতিবাদ করে গার্ড ওয়ালগুলো ভেঙ্গে ফেলে। এলাকাবাসি অভিযোগ করে বলেছে গার্ড ওয়ালে যেভাবে বালু সিমেন্ট দেওয়ার কথা না দিয়ে গুজা মিল দিয়ে তৈরি করছে গার্ড ওয়াল। এ ভাবে দেখে গ্রামবাসি সাথে সাথে গার্ড ওয়ালগুলো খুলে খুলে দেখায় সাংবাদিকসহ জন প্রতিনিধির কাছে।

সাথে সাথে গ্রামবাসি কাজ বন্ধ করে দেয়। এলাকাবাসি আরও অভিযোগ করে বলেন দুর্নীতিবাজ ঠিকাদার আরিফ হোসেন মিস্ট্রি সাথে যোগসাজে দিয়ে এভাবে চালিয়ে যাচ্ছে দুই নং ইট বালু ও সিমেন্ট না দিয়ে তার ইচ্ছা মত চাল্লাছে রাস্তার কাজ।

এ বিষয়ে দুর্নীতিবাজ ঠিকাদারকে জিজ্ঞেস করলে এ প্রতিবেদকে তিনি বলেন আমার যে মিস্তিরি কাজ করছে সে ভুল করে এগুলো করছে। আমি সব আবার ঠিক করে দিব।

জানা গেছে আকন্দবাড়িয়া গাংধার পাড়া থেকে আকন্দবাড়িয়া মাঝপাড়া পযন্ত গার্ড ওয়াল নির্মাণ কাজে প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যায়ে রাস্তাসহ টেন্ডার পায় ঠিকাদার আরিফ হোসেন। এ কাজে সিডিউল মোতাবেক না করে দুর্নীতিবাজ ঠিকাদার আরিফ হোসেন নিয়ম না মেনে তার কাজ চাল্লাছে ইচ্ছা মতো।

এ এলাকাবাসী বলেছে ঠিকমত কাজ না করলে এ কাজ বন্ধ থাকবে। এ রাস্তাটি নতুন করে মেরামত করলে কিছুটা দুভোগ কমবে সাধারণ মানুষের। এ বিষটি খতিয়ে দেখে তদন্ত পৃর্বক ব্যাবস্থা নেবেন বলে এল জি ডি কতৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে গ্রামবাসি।

-নিজস্ব প্রতিনিধি