চুয়াডাঙ্গার কেদারগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের ১৯৮১ ব্যাচের মিলনমেলা

কেদারগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের ১৯৮১ সালের প্রাথমিক (৫ম শ্রেণি) ব্যাচের বন্ধুদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার দিনব্যাপী দামুড়হুদা শিবনগর ডিসি ইকো পার্কে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১০টায় চুয়াডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে তাঁরা ডিসি ইকো পার্কের উদ্দেশ রওনা হন। এ মিলনমেলার প্রধান উদ্যেক্তা ছিলেন পলাশ মাস্টার।

এ সময় আনন্দ, হৌ চৌ আর বিভিন্ন খেলাধুলায় মেতে ওঠে বন্ধুরা। এ সময় লটারি, সংগীত পরিবেশন ও পুরস্কার বিতরণ করা হয়।
এ মিলনমেলায় ১৯৮১ সালের প্রাথমিক ব্যাচের ছাত্র ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রকাশক ও সম্পাদক শরীফুজ্জামান শরীফসহ ব্যাচের প্রায় ৮০ জন বন্ধু অংশগ্রহণ করেন।

এ সময় শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমরা সব বন্ধু আজ ৪০ বছর পরে এক সঙ্গে মিলিত হতে পেরে খুব আনন্দিত। আমরা সবাই সবার সুখ-দুঃখের সময় এখন একসঙ্গে থাকতে পারি। আমরা দল-মত সবকিছু বাদ দিয়ে আমাদের একটা পরিচয় আমরা সবাই বন্ধু।’

অনুষ্ঠানে আগামী বছরের মিলনমেলা আয়োজনের লক্ষে পলাশকে সভাপতি ও নাজমুলকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

মেপ্র/আপি