চুয়াডাঙ্গার গিরিশনগরে ফার্ণিচার ও চায়ের দোকানে অগ্নিকান্ড 

চুয়াডাঙ্গার গিরিশনগরে ফার্ণিচার ও চায়ের দোকানে অগ্নিকান্ড 

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর বাজারে ফার্ণিচার ও একটি কাঠের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে বলে জানাগেছে।কিন্তু আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা নির্দিষ্ট করে কেউ বলতে পারেনি। তবে স্থানীয়রা ধারনা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা চায়ের দোকানের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জানাগেছে, আজ রোববার ভোররাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের গিরিশনগর বাজারে নবিছদ্দি মন্ডলের ছেলে জসিম উদ্দিন ফার্ণিচার ব্যবসায়ী ও মৃত সাহাদতের ছেলে খোকনের চায়ের দোকানে গতকাল রোববার ভোররাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা দেখে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

এই ঘটনায় দোকানের সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায় ফার্ণিচারের দোকানে আনুমানিক ৪/৫ লাখ টাকা ও চায়ের দোকানে ১ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে ধারনা করেছেন ভূক্তভোগীরা।