চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনি পথসভায় টোটন জোয়ার্দ্দার

আগামী ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন।

এ নির্বাচন উপলক্ষে  বুধবার বিকাল ৩টা থেকে সন্ধ্যাঅবদি ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভা করেছেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের যুগ্নসাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

বিভিন্ন পথসভায় তিনি বলেন, নৌকা কোন ব্যাক্তির প্রতীক না। এটা উন্নয়নের প্রতীক। এটা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতীক। তিতুদহ ইউপি নির্বাচনে সেই মার্কা পেয়েছেন ইউনিয়ন আ.লীগের সভাপতি শুকুর আলী।

তাই স্বাধীনতার প্রতীককে বিজয়ী করে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আ.লীগের চেয়ারম্যান প্রার্থী শুকুর আলীর মাথার উপর দু’টি বটবৃক্ষ আছে। একজন হচ্ছেন জেলা আ.লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, অপরজন জেলা আ.লীগের সহ-সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজি আলী আজগার টগর মহদয়।

যদি আওয়ামীলীগ করে থাকেন তাহলে কান কথা কানে তুলেন না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। তিতুদহ ইউনিয়নেও সে ছোয়া লেগেছে। ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নগুলো সমাপ্ত করতে নির্বাচনে শুকুর আলীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ি করুন এবং উন্নয়নে অংশ নিন। তিনি ছোটসলুয়া, আড়িয়া, গীরিশনগর, নুরুল্লাপুর, চাঁদপুর. তিতুদহ, হুরিয়ামারি, গোলাপনগর, বড়সলুয়া, বলদিয়া গ্রামে নৌকায় ভোট চেয়ে পথসভা করেন।

তার সফরসঙ্গী হিসাবে সাথে ছিলেন জেলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, শ্রমিক লীগের সভাপতি আফজালুর হক, মহিলা আ.লীগের সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদি মিলি, সদর উপজেলা আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান নান্নু, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, সদ্য নির্বাচিত আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম, মমিনপুর ইউপি চেয়ারম্যান রতন, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আলম হোসেন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী হাসানুজ্জামান মানিক, আ.লীগ নেতা চন্দন, যুবলীগের সাবেক আহব্বায়ক আরেফিন আলম রঞ্জু, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক জিএস রাশেদুজ্জামান বাকু, যুবলীগ নেতা নুরুজ্জামান টুটুল, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, হায়দার মল্লিক, আবুল কাশেম, আক্তার হোসেন, আরিফুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের নেতৃবৃন্দ।