চুয়াডাঙ্গার হাট-বাজারে ভীড়, নেই করোনা সতর্কতা

চুয়াডাঙ্গা জেলাজুড়ে হাট-বাজার ও রাস্তা-ঘাটে মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে। সব স্থানেই মানুষের ভীড়। কোথাও কারো ভেতরে করোনাভাইরাস সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে না। তবে, অনেকে মাস্ক পরে ঘরের বাইরে আসছেন।

গতকাল রবিবার চুয়াডাঙ্গা শহরের বড় বাজার ও নিচের বাজার এলাকা ঘুরে দেখা গেছে, মানুষের উপচে পড়া ভীড় ছিল। মানুষকে ভীড় করে কেনাকাটা করতে দেখা গেছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের করোনা ইউনিটের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলাকে কোন জোনে রাখা হয়েছে সে সংক্রান্ত কোনো চিঠিপত্র রবিবার বেলা তিনটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে আসেনি। আলাদা কোনো নির্দেশনাও আসেনি।

তবে, করোনা সতর্কতার জন্য জেলা প্রশাসন কিছু নির্দেশনা আগেই জারি করেছিল। তারমধ্যে মাস্ক পরতে হবে। কোনো দোকানে কেনাকাটার সময় ভীড় করা যাবে না। দূরত্ব বজায় রাখতে হবে। এসব না মানলে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার বিধান আছে। যা অব্যাহত রাখা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের প্রতিদিনই অর্থদন্ড করা হচ্ছে।