চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক সেনা সদস্য আটক

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ বেগমপুরের বসিরকে আটক করেছে।

জানাগেছে গত সোমবার রাত ১১টার দিকে তাকে ইযাবাসহ আটক করে। চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর (ফুলতলা) দাখিল মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ শেখ সফিকুর রহমানের নেতৃত্বে, এস আই শিহাব উদ্দিন, এস আই সাজ্জাদ হোসেন, এ এস আই বিজন কুমার ভট্টাচার্য, এ এস আই রমেন কুমার সরকার, এ এস আই আবেদুর রহমানসহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন বেগমপুর গ্রামের ফুলতলা পাড়ার দাখিল মাদ্রাসার সামনের পাকা রাস্তার উপর। এসময় আটক করা হয় বেগমপুর (ফুলতলা) পাড়ার আলী আকবর আলীর ছেলে

এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী বশির উদ্দিন (৩৮)কে, তার কাছে থাকা উদ্ধার করা হয় ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত বশির উদ্দিনকে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গতকালই তাকে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করেছে।