চুয়াডাঙ্গায় কম্বাইন্ড হার্ভেস্টারে ধানকাটা শুরু

করোনা পরিস্থিতিতে কৃষকের ধানকাটার সমস্যা নিরসনের জন্য চুয়াডাঙ্গায় কম্বাইন্ড হার্ভেস্টারে ধানকাটা শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুন্সিপাড়ার মাঠে কৃষক মো. সোহানের ১৫ বিঘা জমির ধানকেটে কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান।

চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর জানান, সম্প্রতি করোনা প্রনোদনার আওতায় চুয়াডাঙ্গা জেলায় ১৩টি কম্বাইন হার্ভেস্টার কৃষকদের মাঝে সরবরাহ করা হয়েছে। কৃষক পর্যায়ে ধান, গম, পাট বীজ উৎপাদন প্রকল্পের আওতায় এ কম্বাইন হার্ভেস্টার সরবরাহ করা হয়েছে। এর ফলে কৃষকরা অল্প সময়ে স্বল্প খরচে ধান কেটে ঘরে তুলতে পারবে।