চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে করোনা উপসর্গ নিয়ে সাবিনা খাতুন ছবি (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। কয়েক দিন আগে থেকে তিনি জ¦র, কাশি ও সর্দিতে আক্রান্ত ছিলেন। বুধবার রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ ঘটনায় মৃতের বাড়ির আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। রাতেই মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। মৃত সাবিনা খাতুন ছবি উথলী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যুর খবর পেয়ে বুধবার রাতেই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আজ বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে স্থাপিত ল্যাবে সংগৃহীত নমুনা পাঠানো হবে।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম জানান, করোনা সংক্রমণ সন্দেহে নিহতের বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সাথে নিহতের সংস্পর্শে আসা সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।