চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে সোলাইমান হক (৬০ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড পাড়ায়। ইসলামী ব্যংক জীবননগর শাখায় কর্মরত ছিলেন তিনি।

বুধবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা শামীম কবীর জানান, গত ৮ জুন ঠান্ডা, কাশি, জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন সোলাইমান। এরপর অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার রাতে সদর হাসপাতালে ভর্তি হন তিনি।

মূলত কান্সারে আক্রান্ত হলেও তার শরীরে করোনার উপসর্গও ছিল। তাই তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটের ইয়োলো জোনে রাখা হয়েছিল। সেখানেই বুধবার তার মৃত্যু হয়েছে।

মৃত্যুর পর তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান খাঁন জানান, করোনার সকল নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে ওই বৃদ্ধের লাশ বাসষ্ট্যান্ডপাড়া কবরস্থানে দাফন কাজের প্রস্তুতি চলছে।

এদিকে গত ২৪ ঘন্টায় এ জেলায় এক পুলিশ সদস্যসহ নতুন করে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এর সংখ্যা দাঁড়ালো ১৪৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন ও মৃত্যু হয়েছে একজনের।