
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়া গ্রামে স্বামীর উপর অভিমান কওে ছাবিনা (৩৫) গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
জানাযায় আজ শনিবার দুপুর ১ টার দিকে দর্শনা থানার ৬৩ নং আড়িয়া গ্রামে নিজ বাড়িতে আড়ার সাথে পারিবারিক কলহের জেরে গলাই ফাঁস দেয় গৃহবধূ সাবিনা। পরবর্তীতে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইমারজেন্সিতে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় দর্শনা থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, এ বিষয়ে দর্শনা থানায় ভুক্তভোগী পরিবারের কেউ অভিযোগ করেনী বলে জানায়। তবে লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আছে।


