চুয়াডাঙ্গায় ছয়দিনব্যাপি অরিন্দম সাংস্কৃতিক উৎসব শুরু

‘বাঙালি সংস্কৃতির শুদ্ধ বারতা, বুদ্ধির মুক্তি ও চিন্তার স্বাধীনতা’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় ছয়দিনব্যাপি অরিন্দম সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

মঙ্গলবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এমপি। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উৎসবের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের এপিএ পুল সদস্য কৃষিবিদ হামিদুর রহমান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউশনের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সোহেলা আক্তার ও জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

আয়োজকরা জানান, ছয়দিনব্যাপি উৎসবে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হবে।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি