চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে আব্দুল লতিফ মল্লিক ওরফে আরিফ (৫০) নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আব্দুল লতিফ মল্লিক চুয়াডাঙ্গা রেলপাড়ার মৃত গোলাম নবী মল্লিকের ছেলে। আজ শুক্রবার সকাল ১১ :৩০ ঘটিকা দিকে চুয়াডাঙ্গা রেলগেটের ২০০ গজ উত্তরে ১৩/৯৩ পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। তার মরদেহ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গা স্টেশন রোডে আব্দুল লতিফ মল্লিকের মুদিখানার দোকান আছে। সকালে তিনি দোকান খুলে আবার দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেনের নিচে পড়ে নিহত হন। তার মাথা ধর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে রাখে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নরেশ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থকায় ময়নাতদন্ত ছাড়াই তার দাফন হবে। এ জন্য একটি অপমৃত্যু মামলা হবে।