চুয়াডাঙ্গায় তরুণ কৃষি উদ্যোক্তাদের কর্মশালা শুরু

সারাদেশের ৩৬ জন তরুণ কৃষি উদ্যোক্তাকে নিয়ে চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মেহেরুন পার্কে এ কর্মশালার আয়োজন করা হয়। ইউটিউব চ্যানেল কৃষি বায়োস্কোপের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন ড. এমএ রহিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মাশরুম উন্নয়ন ইন্সটিটিউটের উপ-পরিচালক নিরোদ চন্দ্র সরকার, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী হাসান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুর।

কর্মশালা আগত প্রশিক্ষণার্থীরা জানান, বেসরকারি পর্যায়ে এ ধরণের প্রশিক্ষণ আয়োজন দেশের কৃষির জন্য আশাব্যঞ্জক। এখান থেকে সারাদেশের প্রকৃত উদ্যোক্তারা প্রশিক্ষণ নিয়ে কৃষিকে এগিয়ে নিতে কাজ করবেন।

কর্মশালায় বক্তারা বলেন, চুয়াডাঙ্গার কৃষি এমনিতেই সমৃদ্ধ। এখানে অনেক ব্যতিক্রমী চাষাবাদ হয়ে থাকে। সারাদেশে তরুণ উদ্যোক্তারা এ কর্মশালা থেকে শিক্ষা নিয়ে কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।