চুয়াডাঙ্গায় তরুণ কৃষি উদ্যোক্তাদের দু’দিনব্যাপি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশের তরুণ কৃষি উদ্যোক্তাদের নিয়ে চুয়াডাঙ্গায় দু’দিনব্যাপি দক্ষতা উন্নয়ন কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকালে দামুড়হুদার মেহেরুন পার্কে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম এ রহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াহ্ধসঢ়; ইয়া খান।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. হামিদুর রহমান, উদ্যান বিশেষজ্ঞ এস এম কামরুজ্জামান এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউটিউব চ্যানেল ‘কৃষি বায়োস্কোপে’র পরিচালক কৃষিবিদ তালহা জুবাইর মাসরুর।

কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ‘কৃষি বায়োস্কোপ’ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সারাদেশের ৪০ জন কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করছে।