চুয়াডাঙ্গায় নতুন করে ৬ জনের করোনা শনাক্ত

চুয়াডাঙ্গায় নতুন করে আরো ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজন ঢাকা এবং একজন খুলনা থেকে চুয়াডাঙ্গায় এসেছেন। অন্যজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএফ মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে চুয়াডাঙ্গায় মোট শনাক্ত হলো ৮ জন। এর মধ্যে একজন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন জানান, প্রতিদিনই চুয়াডাঙ্গা জেলায় করোনা জীবাণু বহনকারী সন্দেহে একাধিক ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করা হচ্ছে। বৃহস্পতিবার যে রিপোর্ট এসেছে তাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স, আলমডাঙ্গার ৪ জন ও সদর উপজেলা এলাকার আরো একজনসহ মোট ৬ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী। যাদের মধ্যে ২০-৩০ বছর বয়সের তিনজন, ৩১-৪০ বছর বয়সের দুইজন এবং ৪১-৫০ বছর বয়সের একজন রয়েছেন।