চুয়াডাঙ্গায় পথশিশুদের খাবার পৌছে দিলেন পুলিশ সুপার

চুয়াডাঙ্গায় হতদরিদ্র পথশিশুদের জন্য খাবার পাঠালেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এরা সকলেই জাহানারা ফাউন্ডেশনের পথশিশু বিদ্যালয়ের শিক্ষার্থী। মঙ্গলবার সকালে জাহানারা ফাউন্ডেশনের পরিচালক জাহানারা খাতুনের বাড়িতে এনে শিশুদের হাতে খাবার প্যাকেট তুলে দেয়া হয়।

জাহানারা খাতুন জানান, দীর্ঘদিন থেকেই জাহানারা ফাউন্ডেশন জেলার পথশিশুদের কল্যাণে কাজ করছে। তাদের লেখাপড়া এবং মাঝে মাঝে খাবার ব্যবস্থা করা হয়। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এসব করা হয়ে থাকে। এসব পথশিশুদের অনেকেই টোকাই হিসেবে সামান্য আয় করে থাকে।

বর্তমান করোনা পরিস্থিতির কারণে তারা অসহায় হয়ে পড়েছে। এ অবস্থায় বিষয়টি পুলিশ সুপার মহোদয়ের নজরে এলে তিনি শিশুদের জন্য খাবার পৌছে দেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল ইসলাম খান শিশুদের খাবার প্যাকেট পৌছানোর দায়িত্ব পালন করেন।