চুয়াডাঙ্গায় ফেনসিডিল বোঝাই পিকআপ ভ্যানসহ তিনজন আটক

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভিমরুল্লা প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ফেনসিডিল বোঝাই একটি পিকআপ ভ্যানসহ তিন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৬’র একটি দল।
এসময় পিকআপ ভ্যানে থাকা ৭১ বস্তা আলুর মধ্যে থেকে ৭৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে পাঠানো র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, জেলার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম (২৫) এবং বরিশাল জেলার কাউনিয়া থানার আমানতগঞ্জ গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ সোহেল (২৮) ও সিরাজ হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (২৬)।

র‌্যাব-৬’র ঝিনাইদহ কোম্পানী কমান্ডার বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভিমরুল্লা এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান তল্লাশী চালিয়ে ৭৯৩ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত ফেনসিডিলসহ আটককৃতদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। এ বিষয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মেপ্র/ইএম