চুয়াডাঙ্গায় বিনামূল্যে অক্সিজেন সেবার কার্যক্রম উদ্বোধন

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে উপচেপড়া ভীড়। আসন সংখ্যা সীমিত হওয়ায় বেশীরভাগ রোগী বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে। শ্বাসকষ্ট হলে তাৎক্ষণিক বিনামূল্যে অক্সিজেন সেবা পেতে নীচে দেয়া নাম্বারে কল করুন। করোনা ভাইরাস মহামারীতে ২৪ ঘন্টা বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা যুবলীগের সদস্য শরীফ হোসেন দুদুর সার্বিক সহযোগিতায় চুয়াডাঙ্গা শহরের নতুন বাজারে অবস্থিত যুবলীগের অফিসে এ সেবার উদ্বোধন করা হয়।

চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম হাসান সজলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ডাঃ আফসার উদ্দীন কলেজের অধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মাহাবুবুর রহমান সেলিম, জেলা যুবলীগের সদস্য অ্যাড.তসলিম উদ্দীন ফিরোজ, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হুছাইন জ্যাকি, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুস সামাদ, খায়রুল, আলম, কালাম, ছাত্রলীগ নেতা হৃদয়, ফিরোজ আলম, ইমরোজ, রাজন খালেকসহ যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ।

যারা এ কাজে নিয়োজিত আছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন উপকার ভোগীরা।

বিনামূল্যে অক্সিজেন সেবা পেতে প্রয়োজনে যোগাযোগ- শরিফ হোসেন দুদু (০১৭১২৫৩৫৩৪২) সুমন রেজা (০১৭১২৬৯৯৭৪৫) নাঈম পারভেজ সজল (০১৯৪২২৪০০২৪) জাকির হুছাইন জ্যাকি (০১৭১০০৩৫২২২)