চুয়াডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা আদায়

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান চুয়াডাঙ্গায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন এবং জরিমানা আদায় করেন। চুয়াডাঙ্গার করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে। লকডাউন এর পঞ্চম তম দিনে চুয়াডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহি অফিসার চুয়াডাঙ্গা বিভিন্ন স্থানে জরিমানা আদায় ও সতর্কতামূলক বক্তব্য প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা হতে রাত ৮ টা পর্যন্ত চুয়াডাঙ্গা পৌরসভার কোর্ট মোড়, বড় বাজার চৌরাস্তা মোড়, আলী হোসেন মার্কেট, পৌরসভা মোড়, সেকরাতলার মোড়, ইসলামপাড়ার মোড়, তালতলা, হাজরাহাটি এলাকায় মোবাইল কোর্ট মোর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬৭০০/-( ছয় হাজার সাতশত টাকা মাত্র) অর্থদন্ড প্রদান করেন। চায়ের দোকানে টেলিভিশন চালানোর অপরাধে টেলিভিশন জব্দ করেন। ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সোবহান আলী, পেশকার, মোবাইল কোর্ট । জনস্বার্থে এ অভিযান চলতে থাকবে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান।