চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা সেতুর নির্মান কাজের উদ্বোধন

প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। শনিবার সকালে শহরের হাসান চত্বরে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। আগামী দুই বছরের মধ্যে ১৪০ মিটার দৈর্ঘ্য ও ১২.২৫ মিটার প্রস্থের সেতুর নির্মাণ কাজ শেষ করা হবে।

পুরানো মাথাভাঙ্গা সেতুর উত্তর পাশে নির্মাণ করা হচ্ছে নতুন এই সেতুটি। এর ফলে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সাথে ঢাকার নিরবিচ্ছিন্ন যোগাযোগ পুনঃস্থাপন হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শওকত আহমেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও ঠিকাদাররা।

২০১৫ সালে পুরনো মাথাভাঙ্গা সেতুর মাঝখানে ভাঙন দেখা দেয়। তারপর থেকেই ভারী যানবাহন চলাচলে নিষাধাজ্ঞা জারী করে স্থানীয় সড়ক বিভাগ। এরপর চলতি বছরের ১২ জুন আবারো ফাটল দেখা দেয় সেতুতে। প্রায় দুই মাস বন্ধ থাকে সব ধরনের যান চলাচল। সেই পুরনো সেতুর পাশ দিয়েই নতুন মাথাভাঙ্গা সেতুর নির্মাণ কাজ শুরু হলো।

চুয়াডাঙ্গা প্রতিনিধি: