চুয়াডাঙ্গায় মাস্ক ছাড়া দাপ্তরিক সেবা ও বাজারে বেচাকেনা বন্ধ

‘মাস্ক ছাড়া দাপ্তরিক সেবা ও বাজারে বেচাকেনা হবে না’ বলে ঘোষণা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

রবিবার সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, সারা বিশে^র অভিজ্ঞতা থেকে অনুমান করা যাচ্ছে আসন্ন শীতে করোনা পরিস্থিতির অবনতি হতে পারে।

এ কারণে এখন থেকেই সচেতন হতে হবে। এজন্য মাস্ক ছাড়া সব ধরণের দাপ্তরিক সেবা ও বেচাকেনা বন্ধ করতে হবে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।