চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দোকান মালিককে এক লাখ টাকা জরিমানা : মালামাল ধ্বংস

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে জনি স্টোরের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দোকানের মেয়াদোত্তীর্ণ মালামাল ধ্বংস করা হয়েছে।

সোমবার দুপুরে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে চুয়াডাঙ্গা শহরের রাহেলা খাতুন গার্লস একাডেমির পাশে জনি স্টোরে এ অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, জনি স্টোরের মালিক বিভিন্ন কোম্পানির নামে ও বেনামে লেবেল ব্যবহার করে তার ব্যবসা চালিয়ে আসছিলেন। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে তিনি মেয়াদোত্তীর্ণ বিভিন্ন কোম্পানির মালামাল এবং বাচ্চাদের খাবার মালাই ও আচার বিক্রি করতেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় প্রমাণসহ মেয়াদোত্তীর্ণ সমস্ত মালামাল উদ্ধার করা হয়। এ ধরনের অপরাধে জনি স্টোরের মালিক চুয়াডাঙ্গা শহরতলির দৌলতদিয়াড় স্কুলপাড়ার হামিদুর রশিদ জনিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন চান্নু ও চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের একটি চৌকস টিম।