চুয়াডাঙ্গায় শিশু লামমীম ফিরে পেলো তার মায়ের কোল

শিশু লামমীম কে তার মায়ের কোলে ফিরিয়ে দিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম।

মোছাঃ হালিমা খাতুন (২৮), পিতা-মোঃ আলামিন মন্ডল, সাং-ইসলামপাড়া, থানা ও জেলা-চুয়াডাঙ্গার সাথে মোঃ নাজিম উদ্দিন (৩৬), পিতা-আব্দুল হামিদ, সাং-করিমপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গার ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ্ হয়। বিবাহিত জীবনে তাদের লামমীম নামে একটি পুত্র সন্তান জন্ম নেয়। পারিবারিক টানাপোড়ন ও বিভিন্ন কারণে তাদের সংসারে অশান্তি শুরু হয়। একপর্যায়ে অদ্য ২৫.০৪.২০২১ খ্রি. তারিখ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার সময় হালিমা খাতুনকে তার স্বামী মোঃ নাজিম উদ্দিন, শ্বাশুড়ী-মোছাঃ রহিমা খাতুন, শ্বশুর-আব্দুল হামিদ এবং জা-মোছাঃ রঙ্গিলা খাতুনগণ মিলে মারধর করে তার শিশু পুত্রকে আটকে রেখে তাকে বাড়ি থেকে বের করে দেয়।

হালিমা খাতুন দিশেহারা হয়ে পুলিশ সুপার চুয়াডাঙ্গা মোঃ জাহিদুল ইসলাম এর নিকট লিখিত অভিযোগ জানান। পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় উক্ত বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তার কার্যালয়ে অবস্থিত জেলা “উইমেন সাপোর্ট সেন্টার” এর দায়িত্ব প্রাপ্ত এএসআই (নিরস্ত্র) মিতা রানী’কে দায়িত্ব দেন। দায়িত্বপ্রাপ্ত অফিসার জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার সহযোগীতায় হালিমা খাতুনের স্বামী নাজিম উদ্দিনের বাড়ি থেকে দেড় বছরের শিশু লামমীম’কে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়।

পুলিশ সুপারের প্রত্যক্ষ হস্তক্ষেপে হালিমা খাতুন তার শিশু পুত্র সন্তানকে ফিরে পেয়ে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান।