চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ১০১ জনের করোনা শনাক্ত

চুয়াডাঙ্গায় একদিনে সর্বোচ্চ ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৭৮৯ জন। বৃহস্পতিবার সকালে প্রথম দফায় ৭১ টি এবং রাতে আরো ৩০টি পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানান চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ১৫৬ জনের নমুনা প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৭১ জনের করোনা পজেটিভ। তিনি জানান, গত এক মাসে জেলায় আশঙ্কাজনক হারে করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যেই আক্রান্ত হয়েছে ৭৫৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৭৩ জন ও মারা গেছেন ১৩ জন।

তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩৭ জন, জীবননগর উপজেলার ১৩ জন, আলমডাঙ্গা উপজেলার ১৯ জন ও দামুড়হুদা উপজেলার ২ জন রয়েছেন। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩৮ জন ও হোম আইসোলেশনে ৩৩৩ জন চিকিৎসা নিচ্ছেন।

এদিকে রাতে নতুন করে আরও ৩০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৭৮৯। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার কুতুবপুর গ্রামে একজন, সাদেকআলী মল্লিকপাড়ায় একজন, শান্তিপাড়ায় দুইজন, শংকরচন্দ্র গ্রামে একজন, ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ায় একজন, দৌলতদিয়া গ্রামে দুইজন, ফার্মপাড়ায় একজন, বড়বাজার পাড়ায় একজন, আরামপাড়ায় দুইজন, সাতগাড়ির তিনজন, গাইদঘাট গ্রামের তিনজন, মহিলাকলেজ পাড়ায় একজন ও রাজাপুর গ্রামে একজন।

এছাড়া আলমডাঙ্গা উপজেলায় পুরাতন পাচলিয়া গ্রামের একজন, হাটবোয়ালিয়া গ্রামের একজন, কোর্টপাড়ায় একজন ও আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, জীবননগর উপজেলায় আশতলাপাড়ায় একজন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও গকুলনগরে একজন এবং দামুড়হুদা উপজেলায় কানাইডাঙ্গা গ্রামে দুইজন, ও দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন।