চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে পানি সাশ্রয়ী নিরাপদ খাদ্য প্রকল্পের কর্মশালা

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে পানি সাশ্রয়ী নিরাপদ খাদ্য প্রকল্পের কর্মশালা

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে পানি সাশ্রয়ী নিরাপদ খাদ্য এবং টেকসই পরিবেশবান্ধব দক্ষ কৃষি অনুশীলন প্রকল্পের ফলাফল ও প্রভাব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে জাপান ফান্ড ফর গোবাল এনভাইরমেন্ট (জেএফজিই) এর সহযোগিতায় অফিস সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় দামুড়হুদা উপজেলার চারটি ইউনিয়নে ৪০ টি গ্রামের ৪০০ জন কৃষকের সাথে পানি সাশ্রয়ী নিরাপদ খাদ্য এবং টেকসই পরিবেশবান্ধব দক্ষ কৃষি অনুশীলন প্রকল্পের কার্যক্রম প্রজেক্টর এর মাধ্যমে উপস্থিত সাংবাদিকদের দেখানো হয়।

কর্মশালায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক রুবাইদ বিন আজাদ সুস্থির, দৈনিক সময়ের সমীকরনের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক আকাশ খবরের সম্পাদক ও প্রকাশক জান্নাতুল আওলীয়া নিশি।

কর্মশালায় অংশগ্রহন করেন ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি এ্যাড. মানিক আকবর, চ্যানেল আই টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজীব হাসান কচি, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফাউজার চৌধুরী, এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি রফির রহমান, জিটিভি-র জেলা জেলা প্রতিনিধি রিফাত রহমান, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি এমএ মামুন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি প্রফেসর আতিয়ার রহমান, প্রথম আলো জেলা প্রতিনিধি শাহ আলম সনি, চ্যানেল টয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি রেজাউল করীম লিটন, ডিবিসি নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিছান আহম্মেদ, দি ইনডিপেনডেন্ট এর জেলা প্রতিনিধি এমএম আলাউদ্দিন, ডেইলি অবজারভার এর জেলা প্রতিনিধি আবুল হাসেম, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি হুসাইন মালিক ও দৈনিক জবাবদিহির জেলা প্রতিনিধি আলমগীর কবীর শিপলু, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি আরিফুল ইসলাম মিলন, দামুড়হুদা উপজেলা এপেক্স ফেড়ারেশনের সহসভাপতি আশরাফুজ্জামান পিন্টু, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পানি সাশ্রয় নিরাপদ খাদ্য এবং টেকসই পরিবেশবান্ধব দক্ষ কৃষি অনুশীলন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহাম্মেদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বকারী সাইদুর রহমান।