চুয়াডাঙ্গায় হতদরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ শুরু

চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। করোনা ভাইরাসের কারণে যেসব পরিবার কাজে যেতে পারছেন না তাদের খোঁজ-খবর নিয়ে চাল, ডাল, তেল সাবান প্রভৃতি বিতরণ করা হচ্ছে। প্রতিদিনই তালিকা তৈরি হচ্ছে এবং বিতরণ অব্যাহত রয়েছে।

এ কার্যক্রম চলমান থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। গত ২৮ মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় দুই হাজার পরিবারকে খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার আলোকদিয়া গ্রামের চায়ের দোকানদার আজগার আলীকে জেলা প্রশাসনের

পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। খাদ্যসামগ্রীতে ছিল ১০ কেজি চাল, চিড়া, সাবান, ডাল প্রভৃতি। আজগার আলী জানান, তার একটি চায়ের দোকান আছে। করোনা

ভাইরাসের কারণে চা দোকান এখন বন্ধ। তার আয়ের পথও বন্ধ। ত্রাণ সহায়তা পেয়ে তিনি খুব খুশি বলে জানান। খাদ্যসামগ্রী বিতরণের দায়িত্বে থাকা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা বলেন, করোনা ভাইরাসের কারণে যারা কাজ করতে পারছেন না, যাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে এমন ব্যক্তিদের খুঁজে বের করে খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হচ্ছে।

এই সহায়তা চলমান থাকবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন বলেন, প্রতিদিনই দিন আনা দিন খাওয়া মানুষদের তালিকা তৈরি হচ্ছে এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। শনি ও রবিবার দুদিনে প্রায় দুই হাজার পরিবারকে এ সহায়তা দেওয়া হয়েছে।