চুয়াডাঙ্গা থেকে মুজিবনগরে আসার সকল সড়কে নিরাপত্তা চৌকি স্থাপন

চুয়াডাঙ্গা থেকে মুজিবনগরে আসার সকল সড়কে নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে।

শুক্রবার বিকাল থেকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মুজিবনগর উপজেলাকে করোনা থেকে মুক্ত রখার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবং সকল নিরাপত্তা চৌকি পার হয়ে যেন কেউ বাইরের জেলা থেকে মুজিবনগর উপজেলার ভিতর প্রবেশ না করতে পারে সে জন্য বিশেষ ভাবে নিরাপত্তা দিচ্ছে মুজিবনগর থানা পুলিশ ও মুজিবনগর কোভিট-১৯ স্বেচ্ছাসেবকবৃন্দ।

এদিকে নিরাপত্তা চৌকি বসানোর পর শনিবার সকালে উক্ত স্থান পরিদর্শন করেছেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে ইতিমধ্যে করোনা ভাইরাস মহামারি আকারে ধারন করতে শুরু করেছে।

ইতিমধ্যে আমাদের পাশের জেলা চুয়াডাঙ্গাতেও ভাইরাস ধরা পরেছে বলে আমরা জানতে পেরেছি।

তাই আমাদের জেলাকে মুক্ত রাখতে মুজিবনগর থেকে চুয়াডাঙ্গা যাওয়ার বিভিন্ন সড়কে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।

নিত্যপ্রয়োজীয় জিনিস ছাড়া অন্য কেউ এ রাস্তা দিয়ে চলাচল করতে পারবেনা বলে তিনি জানান।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পুরো মুজিবনগর উপজেলা থেকে চুয়াডাঙ্গা যাওয়ান সকল সড়ক বন্ধ থাকবে । মুজিবনগর সীমানা থেকে বাইরে বা বাইরে থেকে মুজিবনগর সীমানায় যাতায়াত সংরক্ষিত থাকবে।