চুয়াডাঙ্গা বিতরণ কেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্যকে পিটিয়ে জখম

চুয়াডাঙ্গা ওয়েস্টজোন পাওয়ার ডিসট্রিবিউশন কোম্পানী’র (ওজোপাডিকো) নিরাপত্তারক্ষী আনসার সদস্য ইউসুপ আলীকে শারীরিকভাবে লাঞ্চিত কওে জখম করেছে চুয়াডাঙ্গা মসজিদ পাড়ার কয়েক যুবক।

কনিবার সকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় দু’জনের নাম উল্লেখ কওে অজ্ঞাত আরো কয়েক নামে সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদও থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মো.ফকরুল আলম খান।

সাধারণ ডায়েরি সুত্রে জানা গেছে, শনিবার চুয়াডাঙ্গা ওয়েস্টজোন পাওয়ার ডিসট্রিবিউশন কোম্পানী’র(ওজোপাডিকো) নিরাপত্তারক্ষী আনসার সদস্য ইউসুপ আলী যথারীতি দায়িত্ব পালন করছিলেন। সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা মসজিদ পাড়ার বিল্লাল হোসেনের ছেলে টিপু ও আব্দুর রশীদের ছেলে রাসেলসহ কয়েক জন যুবক মদ্যপ অবস্থায় বিদুৎ বিতরণ কেন্দ্রে প্রবেশ করেন।

আনসার সদস্য তাদের গতিরোধ করে কোথায় যাবেন জিজ্ঞেস করলে যুবকরা অফিসারদেও নামে গালি-গালাজ করতে থাকেন। তারাআনসারসদস্যকে উপেক্ষাকরেসংরক্ষিতএলাকারদিকে দ্রুতযাওয়ার চেষ্টা করেন। আনসার সদস্য ইউসুপ আলী বাঁধা দিলে রাসেল ও টিপুসহ অজ্ঞাত আরো কয়েকজন তাকে দু’দফা মারধর করে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা ওয়েস্টজোন পাওয়ার ডিসট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকো)’র নির্বাহী প্রকৌশলী মো.ময়নুদ্দিন বলেন, ‘নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালনকারী আনসার সদস্য ইউসুপ আলীর একটি চোখে বেশ আঘাত লেগেছে। সরকারী দায়িত্ব পালনকালে এধরণের ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আইন অনুযায়ী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।