চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১৪৩৬ তম পদধ্বনি অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি ১৪৩৬তম আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাড়ে পাঁচ টার সময় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে শহীদ আলাউল হলে স্বাস্থ্যবিধি মেনে সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত হয়।

১৪৩৬তম এই আসরে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলালের সভাপতিত্বে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক নজির আহমেদের প্রাণবন্ত উপস্থাপনায় স্বরচিত লেখা পাঠ করেন নাট্যজন মোঃ আলাউদ্দীন,ডাঃ হেদায়েত উল্লাহ, জামাল উদ্দীন, আনছার আলী, সার্থক আলীম,আব্দুল হামিদ,রতন কুমার শর্মা,মুর্শিদ,হারুন অর রশিদ, মাসুদ রানা,তৌহিদ আকবর অন্তু,সালমা খাতুন,রাবেয়া খাতুন লিমু।চিয়ারত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন ফারিব আমির ফারাহ।গজল পরিবেশন করেন আমিরুল ইসলাম।

সাহিত্য আসরে আরও উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, হোসেন মোহাম্মদ ফারুক, সুমন ইকবাল, গোলাম কবীর মুকুল, গিয়াস উদ্দীন টিটোন, ডাঃ তোফাজ্জেল হোসেন, হোসেন জাকির, আসাদুজ্জামান আসাদ প্রমৃখ। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে সভাপতি কবি নজমুল হেলাল বিশিষ্ট গবেষক, বাংলা একাডেমির সভাপতি এবং জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে সাহিত্য আসরের সমাপনী ঘোষণা করেন।