চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে ২০ জনের মনোনয়ন ফরম জমা

চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে ২০ জনের মনোনয়ন ফরম জমা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা -১ ও চুয়াডাঙ্গা – ২ আসনে মোট ২০ জনের মনোনয়ন ফরম জমা পড়েছে। মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ছিল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) । শেষ দিনে চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিতে আসে চুয়াডাঙ্গা ১ ও ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা । মোট ২৩ জন মনোনয়ন ফরম উত্তোলনের মধ্যে ২০ জন শেষ দিনে মনোনয়ন ফরম জমা দিতে পেরেছেন। শেষ দিনে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত চলে মনোনয়ন জমা দেওয়ার কার্যক্রম।

এদিকে সকাল সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা-১ আসনের বর্তমান সংসদ সদস্য চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ আসনের আরও ৫ জন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, দিলীপ কুমার আগরওয়ালা, এম এ রাজ্জাক খান, আফরোজা পারভীন, শেখ সামসুল আবেদিন খোকন ও এম শহিদুর রহমান। অপরদিকে একই আসন থেকে অন্য দলের মধ্যে মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. সোহরাব হোসেন, এনপিপি’র (ন্যাশনার পিপলস্ পার্টি) কেন্দ্রীয় মহাসচিব ইদ্রিস চৌধুরী, জাকের পার্টির মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন সালাম উদ্দিন ও তৃণমূল বিএনপির প্রার্থী তাইজেল হক ।

চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১০ জন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চুয়াডাঙ্গা-২ আসনের বর্তমান সংসদ সদস্য আলী আজগার টগর মনোনয়নপত্র জমা দেন। এছাড়া এ আসন থেকেও আওয়ামী লীগের ৫জন স্বতন্ত্র হিসেবে ভোট করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, হাশেম রেজা, নুর হাকিম, মীর্জা শাহারিয়ার মাহমুদ, নজরুল মল্লিক ও আব্দুল মালেক মোল্লা। অপরদিকে এ আসনে অন্য দলে মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল ইসলাম, জাকের পার্টির চুয়াডাঙ্গা জেলার সভাপতি আব্দুল লতিফ খান, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) নেতা দেওয়ান ইয়াছিন উল্লাহ, এনপিপি’র (ন্যাশনার পিপলস্ পার্টি) কেন্দ্রীয় মহাসচিব ইদ্রিস চৌধুরী।