চূড়ান্ত ফল পেতে কতদিন লাগবে?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন? এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। এখন পর্যন্ত ৭টি অঙ্গরাজ্যের ইলেক্টোরাল কলেজ ভোট গণনা বাকি আছে। ওই রাজ্যগুলোর দিকে তাকিয়ে আছে বিশ্ব।

বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, হয়তো কয়েকদিনেও ভোটের ফল জানা যাবে না। সম্ভাব্য কারণ হিসেবে বলা হচ্ছে, পোস্টাল ভোট নিয়ে লড়াই চলছে মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়ায়। এসব ভোটের গণনা এখনো সম্পন্ন হয়নি।

এদিকে ট্রাম্প ইতোমধ্যেই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার হুমকি দিয়েছেন। এর মানে হলো এর নিষ্পত্তি হতে সময় লাগতে পারে কয়েক সপ্তাহ। ট্রাম্পের অনিশ্চয়তা থেকে সহিংসতার আশঙ্কা- অনিশ্চয়তার দিকে যাচ্ছে এটি নিশ্চিত। যদিও অনেক আমেরিকান তাদের উদ্বেগের কথা বলছেন তারপরেও বড় ধরনের কোনো সহিংসতার দিকে যাবে কিনা পরিস্থিতি তা বলার মতো যথেষ্ট সময় এখনো আসেনি।

এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্যের ইলেক্টোরল কলেজ ফলের অপেক্ষা সেগুলো হল, আলাস্কা (৩), নেভাদা (৬), উইসকনসিন (১০), মিশিগান (১৬), পেনসিলভানিয়া (২০), নর্থ ক্যারোলিয়া (১৫) ও জর্জিয়া (১৬)। এসব অঙ্গরাজ্যের ভোটেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে হলে ২৭০টি ইলেক্ট্রোরাল ভোট পেতে হবে। সংবাদ সংস্থা এপির তথ্য অনুযায়ী, ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে এখন পর্যন্ত ৪৩টি রাজ্যের তথ্য পাওয়া যাচ্ছে। তাতে ২৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে যাচ্ছেন জো বাইডেন অপরদিকে ডোনাল্ড ট্রাম্প পেতে যাচ্ছেন ২১৩টি ভোট।

সূত্র-যুগান্তর