ছিদ্র পাত্রে জল – মজনু মিয়া

আকাশ কখনো কখনো এমন হয়, মনে হয় যে
একটা ছিদ্র পাত্র!
ঝরছে তো ঝরছে অনবরত জল ধারা বহে তাতে।
মন আকাশের অবস্থা মাঝে মধ্যে এমন হয়,
একবার কিছু মনে করে কান্না শুরু করলে-
আর তা থামতে চায় না!
পৃথিবীতে তুমি একমাত্র সেই কারণ যে কারণে
অঝোরে ঝরে চোখের জল!
মা বাবা তারা আত্নার সম্পর্কে তাদের ক্ষত ভিন্ন
তুমি আবেগে ভালোবাসায় পাওয়া না পাওয়ার
জল আনো দু-চোখে।
একাকী রাতে বালিশ ভিজে যায়!
বিরহে বৃক্ষ লতার পাতা ঝরে পড়ে, কেউ দেখে
পাগল অথবা দেবদাস বলতে দ্বিধা করে না!