ছুরি মারছে বুক – তাজুল ইসলাম নাহীদ

 

মায়া দয়া নাইরে আজকে
লোক সমাজে ভাই,
মানুষ হয়ে মানুষ দেখছি
পুড়ে করছে ছাই।

দিন দুপুরে রাস্তার ধারে
পড়ে থাকে লাশ,
এভাবে যে কত জীবন
হয়ে যাচ্ছে নাশ।

চোখের সামনে দেখে এসব
কেমন করে সয়,
জাগে নাকি মনে তাদের
একটু খানি ভয়?

কথা ছিলো মানুষ বলে
দেখবে সবার সুখ,
তা না করে সীমার সেজে
ছুরি মারছে বুক।

কেহ কেহ এত পাষাণ
এই না ভুবন পর,
তাদের নিয়ে ভাবলে আমার
লাগে ভীষণ ডর।