ছেলের জন্যই ডাইনোসর উদযাপন মুশফিকের

ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি দিনে বাড়তি উদযাপন করেন মুশফিকুর রহিম। ১৯৮ রানে ব্যাট করছিলেন তিনি। এন্সলে এনদিলোভুর শর্ট বল কাট করে চার মেরে ২০২ রানে পৌঁছে যান মিস্টার ডিপেন্ডেবল।

কিন্তু বল বাউন্ডারি স্পর্শ করার আগেই দুই হাত তুলে উদযাপন শুরু করেন মুশফিক। শূন্যে লাফিয়ে ব্যাট ছোড়েন তিনি। পরে বাঁ হাতে ঘুষি ছোড়েন নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

বল সীমানা অতিক্রম করলে হেলমেট খুলে দুই হাত ওপরে তুলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান মুশি। তবে তখনও উদযাপন থামেনি। ডান হাতে আবার ঘুষি ছোড়েন তিনি। এর পর গ্লাভস খুলে গর্জন করেন। সবশেষে সিজদাহ করেন।

দিনের খেলা শেষে নিজের উদযাপন নিয়ে মুশফিক বলেন, ডাবল সেঞ্চুরির পর একটু বাড়তি উদযাপন করেছি। সেটি আসলে আমার ছেলের জন্য। সে ডাইনোসরের বড় ভক্ত। ও প্রাণিটি দেখলে এভাবে উদযাপন করে। তার জন্যই মূলত আমি সে রকম করতে চেয়েছি।

২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডিকে বিয়ে করেন মুশফিক। আর ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি তাদের কোলজুড়ে পৃথিবীর বুকে আসে প্রথম সন্তান শাহরুজ রহিম মায়ান।

 

 

 

সুত্র-যুগান্তর