ছড়া শোনার বায়না নিয়ে আসে ছোট্ট ময়না ছড়া শুনতে তাড়াহুড়ো সময় যেন রয় না।
ছড়ায় শিশু ছড়াতে দেশ সে যে ফোটাতে ছড়ায় ছড়ায় দেশও শিশু আমিও চাই ওঠাতে।
ছড়ার শিশু ছড়া পড়ায় কিছু শিশু পড়ে ছড়ায় হাসি ছড়ায় খুশি মন'কে ছাড়া ধরে।