জয় বাংলা কনসার্টে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা

জয় বাংলা কনসার্টে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা

রাজধানীর আর্মি স্টেডিয়ামে সপ্তমবারের মতো জয় বাংলা কনসার্টের আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা। বুধবার (৮ মার্চ) রাজধানীর আর্মি স্টেডিয়ামে বিকেল ৩টার দিকে শুরু হয় এ কনসার্ট। শুরুতেই গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় বিস্ফোরণে নিহতদের স্মরণ করে ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

এর আগে মঙ্গলবার গুলিস্তানে হওয়া বিস্ফোরণের ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন (বুধবার বিকেল পর্যন্ত)। এছাড়াও আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ। এই মানুষগুলো ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে শুরু হয় কনসার্টের আয়োজন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে স্মরণ করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১৫ সাল থেকে ইয়াং বাংলার নিয়মিত আয়োজন জয় বাংলা কনসার্ট। করোনা মহামারীর কারণে বিগত দুই বছর আর্মি স্টেডিয়াম দেখেনি তারুণ্যের এই উচ্ছাস।

চলতি বছরে পবিত্র শবে বরাতের কারণে একদিন পিছিয়ে ৮ মার্চ হচ্ছে জয় বাংলা কনসার্ট।

আয়োজকরা জানিয়েছেন, মঞ্চে পারফর্ম করবে ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’।

সূত্র: ইত্তেফাক