প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৫, ২০২৫, ১২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২১, ২:১১ অপরাহ্ণ
জল নূপুর – গোলাম আযম
জল নূপুরের তালে তালে
বৃষ্টি খেলা করে,
মায়াবী এই দৃশ্য দেখে
মনটা নড়েচড়ে।
পদ্মপাতার উপরেতে
শিশির টলমল,
চাঁদের মতো দেখে হাসে
খোকাখুকির দল।
জল নূপুরের শ্রুতিমধূর
ধ্বনি যখন শুনি,
ধ্বনি শুনে মনের কোণে
স্বপ্ন হাজার বুনি।