জাতীয় প্রাথমিক শিক্ষা পদক নৃত্য প্রতিযোগিতায় ১ম হলেন মিরপুরের রনক

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক নৃত্য প্রতিযোগিতায় ১ম হলেন মিরপুরের রনক

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪-এ নৃত্য প্রতিযোগিতায় খুলনা বিভাগের মধ্যে প্রথম স্থানে বিজয়ী হয়েছে ৩য় শ্রেনীর মেধাবি শিক্ষার্থী রনক। খুলনা বিভাগের মধ্যে স্কুল পর্যায়ে নৃত্য প্রতিযোগিতায় সে ১ম স্থান লাভ করে।

রনক মিরপুর উপজেলার খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

সে উপজেলার নয় মাইল কাচারী এলাকার মোহাম্মদ তারিকুল ইসলাম ও মোছা: রুমা খাতুন দম্পতির সন্তান। সে সকলের দোয়া প্রার্থী।

তার মা মোছা: রুমা খাতুন বলেন, আমার ছেলে ছোটবেলা থেকে গানের সাথে নৃত্য করতেন। তবে তার আগ্রহ বেশি থাকায় ভেড়ামারা শিল্পকলা একাডেমির নৃত্য শিক্ষক নাসিরুল ইসলামের কাছে প্রশিক্ষণের জন্য নিয়ে যেতাম। তারা ভালো নৃত্য শিখিয়ে থাকেন। বিভাগের মধ্যে প্রথম হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

ভেড়ামারা শিল্পকলা একাডেমির নৃত্য শিক্ষক নাসিরুল ইসলাম বলেন, আমি ভেড়ামারায় শিশুদের নৃত্য প্রশিক্ষণ দিয়ে তাদের গড়ে তোলার চেষ্টা করি। আমার ভেড়ামারা উপজেলার অনেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পুরষ্কার লাভ করতে সক্ষম হয়েছে। কেউ কেউ আবার জাতীয় পর্যায়ে পুরষ্কার লাভ করেছে। বিষয়টি অনুধাবন করে মিরপুর উপজেলা থেকে শিশু রনকের মা আমার কাছে নাচ শিখতে আসতো। রনক (বালক) এবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।

এছাড়াও ভেড়ামারা উপজেলা থেকে সীমন্তিনী চৌধুরী (বালিকা) নৃত্যে প্রথম স্থান অধিকার করেছে।