জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখা চাষীদের পুরস্কৃত করার মধ্যে দিয়ে মেহেরপুরে শেষ হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অফিস সমাপনী পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে। জেলা মৎস্য অফিসার সাইফুদ্দিন ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আখতারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, মৎস্যজীবী অতিথি সাদিক হোসেন বাবুল। বক্তব্য দেন মৎস্য চাষী এম এ মুহিত, শাহিন খান, নুর আলম, আব্দুস সামাদ প্রমুখ। অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে চার জনকে পুরুস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন- তেলাপিয়া উৎপাদনে জালাল উদ্দিন মল্লিক, মাছ উৎপাদনে মনিরুল ইসলাম, রেণু উৎপাদনে নুর আলম এবং বাওড়ে মৎস্য চাষে আব্দুস সামাদ। মুজিবনগর প্রতিনিধি মেহেরপুরের মুজিবনগরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শেষ হয়েছে। মঙ্গলবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনয়াতনে উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খাঁনের সভাপতিত্বে এ সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা সমবায় অফিসার হারুনুর রশিদ। অনুষ্ঠান শেষে মুজিবনগর উপজেলার ৪ জন সফল মাছ চাষীকে পুরস্কার হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়। গাংনী প্রতিনিধি “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” ও “মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি” এ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মুল্যায়ন, পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা পরিষদের আয়োজনে মৎস্য সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মৎস্য কর্মকর্তা মীর মোহাম্মদ জাকির হোসেন, পৌরসভার সাবেক মেয়র আহম্মেদ আলী, এস আই হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু ও উপজেলার মৎস্য চাষীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় চারজন চাষীকে সম্মাননা ও পুরষ্কার বিতরণ করা হয়। আলমডাঙ্গা প্রতিনিধি আলমডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মুল্যায়ন ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা হল রুমে মৎস্য অফিসার ফাতেমা কামরুন নাহার আঁখির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল লতিফের উপস্থাপনায় বক্তব্য রাখেন মৎস্য চাষি মিজানুর রহমান, মতিয়ার রহমান ফারুক, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি প্রমুখ। সভা শেষে মোট ৬ টি ক্যাটাগরীতে ৬ জনকে এবং ২ টি প্রতিষ্ঠান হারদী কৃষি কলেজ ও আলমডাঙ্গা প্রেসক্লাব কে পুরুস্কৃত করা হয়েছে। দামুড়হুদা প্রতিনিধি দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনি ও গুনগত মানের মাছের পোনা উৎপাদনকারীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দীপ্তিময়ী জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি রবিউল হোসেন, উপজেলা মৎস্য অফিসার সেলিম রেজা, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুনবী, সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, প্রশাসনিক কর্মকর্তা জিনাত আলী প্রমূখ। আলোচনা শেষে গুনগত মানের মাছের পোনা উৎপাদনকারী হিসেবে দামুড়হুদা দশমীপাড়ার শ্রী শান্তি হালদারকে এবং গুনগত মানের মাছ উৎপাদনকারী হিসেবে খলিশাগাড়ির সুজাত আলী এবং বয়রা গ্রামের আবেদ আলীর হাতে পুরুষ্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী মৎস্য অফিসার আইয়ুব আলী।