জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার

জার্মানির ফ্রাঙ্কফুটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার হয়েছে। রবিবার বোমাটিকে নিষ্ক্রিয় করে বিশেষজ্ঞরা। আশঙ্কার জেরে সরানো হয়েছিল ১৩ হাজার বাসিন্দাকে।

বার্তা সংস্থা এপির বরাতে জানা যায়, ফ্রাঙ্কফুডের একটি নির্মায়মাণ এলাকায় ৫০০ কেজি (১,১০০ পাউন্ড) এর ওই ব্রিটিশ বোমা উদ্ধার করা হয়। ফ্রাঙ্কফুডে স্থানীয় আপদকালীন সার্ভিস এ খবর জানিয়েছে।

এর আগে মাত্র মাস দুয়েক আগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা উদ্ধার হয় পোল্যান্ডের সুইনস্কি শহরের বাইরের পিস্ট খালের কাছাকাছি এলাকায়। তখনও ৭৫০ লোককে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

ওই বোমাটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের রয়েল এয়ার ফোর্স (আরএএফ) ব্যবহৃত একটি টলবয় বোমা। যার ওজন ৫৪০০ কেজি। এই বোমার মধ্যে মোট ২৪০০ কেজি বিস্ফোরক ভর্তি ছিল। বোমাটি লম্বায় ছিল ১৯ ফুট।