জীবননগরের বালিহুদায় সরস্বতী পূজা অনুষ্ঠিত

জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদায় হালদার পাড়ায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব এটি শুরু হয়। সরস্বতীকে বিদ্যার দেবী হিসেবে পূজা করে থাকের হিন্দু সম্প্রদায়ের ভক্তরা।

এজন্য পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞান অর্জনের আশায় দেবী সরস্বতী পূজা করেন তারা। দেশের মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য প্রার্থনা করা হয়। এসময় বালিহুদায় হালদার পাড়ায় সরস্বতী পূজা করেন পুরোহিত দিনো ঠাকুর।

এসময় উপস্থিত ছিলেন বালিহুদার হালদার পাড়ার পূজা কমিটির সভাপতি কার্তিক হালদার, সহ-সভাপতি মিঠু হালদার, সাধারণ সম্পাদক দশরত হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন বলায় হালদার, অমল হালদার, অশেক হালদারসহ ভক্ত বিন্দুরা।