জীবননগরে গৃহহীনকে শিকড় সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ঘর উপহার

জীবননগরে অসহায় গৃহহীনকে একটি ঘর উপহার দেওয়া হয়েছে। গতকাল সকাল ১১টার সময় শিকড় সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এবং এবলুম বাংলার সহযোগিতায় ৩৫হাজার টাকা ব্যয়ে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদনীপুর গ্রামের গৃহহীন আলতাপ হোসেনকে সেচ্ছাশ্রমে নির্মিত একটি ঘর উপহার দেন শিকড় সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা।

শিকড় সমাজ কল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদের সভাপতিত্বে সে¦চ্ছাশ্রমে নিমির্তি ঘর উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশপুর ব্যাটালিয়ন -৫৮ বিজিবির পরিচালক লে.কর্ণেল কামরুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর ডিগ্রী কলেজের সাবেক উপধ্যক্ষ নজরুল ইসলাম, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়রম্যান মঈন উদ্দিন ময়েন, শিক্ষক আঃ সামাদ, সামিউল ইসলাম সাহেব, মাজেদুল মিল্টন, জাকির বিশ্বাসসহ শিকড় সমাজ কল্যাণ সংস্থার চাষী রমজান, মফিজুল ইসলাম, হোসেন আহম্মেদ লাবনী, ঐশ্বর্য সাহা, সাদিয়া, রিয়াজ, সোহাগ, প্লাবন, মিম, তনু, আঃ আলিমসহ এলাকার সুধী, সাংবাদিক ও শিকড় সমাজ কল্যাণ সংস্থার সদস্যগণ।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন শিকড় সমাজ কল্যাণ সংস্থার জীবননগর উপজেলা শাখার সভাপতি তুহিনুজ্জামান ।