জীবননগরে মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থ অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ৯টার সময় জীবননগর শিশু নিলয় ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার ৪৮টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হয়। শিশু নিলয় ফাউন্ডেশন জীবননগর এরিয়ার সহকারি পরিচালক শাহাজামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর পৌর কাউন্সিলার জয়নাল আবেদীন,সাংবাদিক মিঠুন মাহমুদ প্রমুখ।
জীবননগরে দুস্থ অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ
