জীবননগরে ধানের পোকা দমনে যুবদের পার্চিং উৎসব

জীবননগরে ধানের ক্ষতি কারক পোকা ধমনে যুবদের পার্চিং উৎসব ২০২০ পালিত হয়েছে।

গতকাল বুধবার সকাল ১১ টার সময় জীবননগর উপজেলার কে.ডি.কে ইউনিয়ন যুব কমিটির আয়োজনে জীবননগর উপজেলা কৃষি অফিস ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় জীবননগর উপজেলার দেহাটি গ্রামের মাঠে এ উৎসব পালন করা হয়।

কে.ডি.কে ইউনিয়ন লোকমোর্চার সভাপতি দাউদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। বিশষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলো পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, জীবননগর ইয়ুথ এ্যাসেম্বলীর আহবায়ক ও মাই টিভির জীবননগর প্রতিনিধি মিঠুন মাহমুদ ,

ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, উপ-সহকারী কৃষি কর্মকতা নুরুজ্জামান, যুবলীগ নেতা নাজমুল ঘশ, ওয়েভ ফাউন্ডেশন কে.ডি.কে ইউনিয়ন শাখার সমন্বয়কারী নুরুল মোমেন রইচ, যুব সমাজের আহবায়ক সজিব আহম্মেদ, শামীম হোসেনসহ যুব সমাজের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।