জীবননগরে বেশি দামে লবণ বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

গুজবে হঠাৎ করেই অতিরিক্ত দামে জীবননগরে লবণ বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।গতকাল মঙ্গলবার বিকালে জীবননগর শহরের দুই মুদি দোকানদারকে এই জরিমানা করা হয়।

এ সময় দোকানগুলোতে লবণ কেনার জন্য ক্রেতাদের দীর্ঘলাইন দেখা যায়। ব্যবসায়ীরা খোলা লবণ প্রতি কেজি ৪০-৬০টাকা,পেকেট লবণ ৫০-১০০টাকা পর্যন্ত বিক্রি করে ।

জীবননগর বাজারের-মেসার্স ফিরোজ স্টোরের মালিক আশরাফ আলীকে ১০হাজার টাকা,মেসার্স রফিকুল স্টোরের মালিক মেহেদী হাসানকে ১০হাজার টাকা এবং তৌফিক স্টোরের মালিক রায়হান নবীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

জীবননগর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সিরাজুল ইসলাম ও জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লবনের দাম বৃদ্ধির সত্যতা পেয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেন।

-জীবননগর প্রতিনিধি